[পটিয়া প্রতিনিধি ]
এসএসসি ২০২১ পরীক্ষায় পাসকৃত সকল ছাত্র ছাত্রীর জন্য “বিনামূল্যে এইচএসসি ভর্তি আবেদন তথা কলেজ বাছাই আবেদন” এর সুযোগ করে দিয়েছে “মোহাম্মদ নগর প্রত্যয়ী সংঘ” ।
৯ই জানুয়ারি রোজ রবিবার হতে ক্লাব হাউজে শুরু হয়েছে শিক্ষার্থীদের বিনামূল্যে ভর্তি আবেদন। এতে শুধু সরকারী ফি বাবদ ১৬০ টাকা নেওয়া হচ্ছে এবং অন্যান্য কাজ ফ্রি তে করে দেওয়া হচ্ছে।
এই কার্যক্রম সার্বক্ষণিক তত্ত্বাবধান করছেন মোহাম্মদনগর প্রত্যয়ী সংঘ এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহাম্মদ আসহাব উদ্দিন সহ সংগঠনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
আবেদন শুরু হওয়ার পর থেকেই গ্রামের শিক্ষার্থীদের লক্ষ্য করার মত সাড়া পাওয়া যাচ্ছে৷ এই পর্যন্ত প্রায় ২০ জন ছাত্র/ছাত্রীর আবেদন বিনামূল্যে করে দেওয়া হয়েছে।