ইসমাইল চৌধুরী
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও রাউজান পূর্ব গুজরা ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান শহীদ আকতার হোসেন রাজু’র ২৯তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
শনিবার (১৫ জানুয়ারী) বাদে যোহর রাউজানের পূর্ব গুজরায় তাঁর নিজ বাসভবনে দোয়া, মুনাজাত, কবর জিয়ারত, তবরুক বিতরণ এবং কবরে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে পালিত হয়। এসময় উপস্থিত ব্যক্তিবর্গ শহীদ রাজু’র সৎ, ন্যায় ও জনসেবামূলক কৃতকর্মের জন্য তাঁকে স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন।
এতে উপস্থিত ছিলেন শহীদ রাজু’র বড় ভাই সাবেক পুলিশ কর্মকর্তা (ওসি) বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল ফজল, পূর্ব গুজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৯নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য জনাব আব্দুল কাইয়ুম, পূর্ব গুজরা উচ্চ বিদ্যালয়ের অবঃ শিক্ষক জনাব জাকির হোসেন, চাঁদগাঁও থানা যুবলীগ নেতা শহিদুল ফজল তৌহিদ, মহানগর ছাত্রলীগ নেতা ফাহিম, শহীদ রাজু’র সহযোগী আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী জামাল হোসেন, সাংবাদিক ইসমাইল হোসেন চৌধুরী, মোহাম্মদ মহিউদ্দিন, জোবায়েদ আলী, মোহাম্মদ সাইফুল, মোহাম্মদ রব্বান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।