আমিনুর ইসলাম রানা, ঢাকাঃ
ঢাকায় আজ থেকে শুরু হয়েছে পরিবহণ শ্রমিকদের টিকা দেয়ার কার্যক্রম। প্রথম দিনে রাজধানীর মহাখালি বাসস্ট্যান্ডে টিকা দেয়া হয়। তবে আগে না জানানোর কারণে দূরপাল্লার পরিবহণ শ্রমিকরা টিকা নিতে পারেননি বলে অভিযোগ উঠেছে। এতে প্রথম দিনে প্রায় এক হাজার শ্রমিক-চালককে টিকা দেয়ার টার্গেট ব্যর্থ হয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি কিছুটা বাড়ে। গত ১১ জানুয়ারি দেশে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে ১১ দফা বিধিনিষেধ জারি করে সরকার। ঐ নির্দেশনায় ট্রেন-বাস ও লঞ্চে সক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহণ ও সব ধরনের যানের চালক ও সহকারীকে করোনা টিকার সনদ রাখার নির্দেশ দেয়া হয়। মহাখালির পর পর্যায়ক্রমে রাজধানীর গাবতলী ও সায়েদাবাদে পরিবহণ শ্রমিকদের জন্য টিকাদান শুরু হবে। তবে, বাসস্ট্যান্ডের নিকটস্থ যে কোন টিকাদান কেন্দ্রে তাদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার ব্যবস্থা থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।