সুনামগঞ্জ জেলার দিরাইয়ে আলহাজ্ব মাসুক মিয়া কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ১১ ঘটিকায় কুলঞ্জ ইউনিয়নের টংগর গ্রামে আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাসুক মিয়ার নামে গঠিত ট্রাস্টের আয়োজনে উনার নিজ বাড়ীতে প্রায় তিনশত হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে আলহাজ্ব মাসুক মিয়া কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান, দৈনিক জাগ্রত সিলেট এর ব্যবস্থাপনা সম্পাদক ও অনলাইন গণমাধ্যম কালের সিলেট এর সম্পাদক ও প্রকাশক সুজন মিয়ার সভাপতিত্বে এবং এস এম উমেদ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- এলাকার বিশিষ্ট মুরুব্বি সৈয়দ তহুর আলী, মিলনগঞ্জ বাজার কমিটির সভাপতি আফাজ উদ্দিন, ২নং ওয়ার্ডের (টংগর) ইউপি সদস্য আব্দুল ওয়াদুদ খান, আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফুর রহমান, মাওলানা আরিফ রব্বানী, মোঃ আলা মিয়া, বদরুজ্জামান চৌধুরী কমল ও ওয়াছিদ হাসান।
এসময় উপস্থিত ছিলেন- হাজী আব্দুল মতলিব, এলকাছ মিয়া, মজুমদার মিয়া, আবুল লেইছ মিয়া, ফরতাব উদ্দিন, আরজুমন মিয়া, লাল মিয়া, ছাদিকুর রহমান, আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ, শফিক মিয়া তালুকদার, নজরুল ইসলাম, গোলাম রব্বানী, কবি আনহার গাজী চৌধুরী, সৈয়দ ইছমত আলী, মইনুল ইসলাম, রতিশ দেবনাথ, সাংবাদিক ইদু খান, আজিজুল খান, আব্দুল তাহিদ, নাজমুল হুদা কিবরিয়া, ইয়াকুব আলী, ছুনু মিয়া, মামুন মিয়া, আমিন মিয়া, রাজা মিয়া, কামরান মিয়া, গোলাম হুসেন, পবলু মিয়া, মতিউর প্রমুখ।
ট্রাস্টের পক্ষ থেকে অর্থায়ন করেন- ফজিরা বিবি, আলহাজ্ব মাসুক মিয়া কল্যাণ ট্রাস্টের উপদেষ্টা আলহাজ্ব জাহান মিয়া, কুটি মিয়া শাহ আদিল, মোঃ ইরফান রুহানি, ছাবিলা বেগম চৌধুরী, পিয়ারা বেগম, তফুরা বেগম, রিপা বেগম, শিপা বেগম, মোতাহির মিয়া, সদস্য মুস্তাকিম আহমেদ সুমন, মোহন মিয়া ও আব্দুল মুহিত।
শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, আলহাজ্ব মাসুক মিয়া একজন পরোপকারী ব্যক্তি ছিলেন। হাওর বেষ্টিত দূর্গম এলাকার শিক্ষাক্ষেত্রে আলহাজ্ব মাসুক মিয়ার অবদান অনস্বীকার্য। তাঁর প্রতিষ্ঠা করা আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয় অত্র এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে।
মরহুম আলহাজ্ব মাসুক মিয়ার ছেলেমেয়ে সহ পরিবারবর্গকে ধন্যবাদ জানিয়ে বক্তারা আরও বলেন, সুযোগ্য উত্তরাধিকারী রেখে যাওয়ায় অসহায় মানুষের পাশে দাড়াতে আলহাজ্ব মাসুক মিয়া কল্যাণ ট্রাস্ট গঠিত হয়েছে। যার মাধ্যমে শীতবস্ত্র বিতরণ, করোনা কালীন সময়ে অর্থ সহযোগিতা, বৃত্তি পরীক্ষাসহ নানা জনকল্যাণমুখী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তারা। আমরা তাদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
আলহাজ্ব মাসুক মিয়া কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান সুজন মিয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বলেন, আমাদের পরিবার সব সময়ই জনকল্যাণের কাজে নিয়োজিত। মানবসেবাকে প্রাধান্য দিয়েই আমাদের পথচলা। আলহাজ্ব আব্দুল মতলিব উচ্চ বিদ্যালয়কে কলেজে পরিনত করার যে স্বপ্ন বাবা দেখেছিলেন সেই স্বপ্নের বাস্তবায়ন ঘটাতে এলাকাবাসীর সহযোগিতা কামনা করি। আমার দাদা আলহাজ্ব আব্দুল মতলিব, আমার বাবা আলহাজ্ব মাসুক মিয়া ও সদ্য প্রয়াত আমার ভাতিজি মুসকান জেয়ানার মাগফেরাত কামনায় আজকের শীতবস্ত্র বিতরণ। দেশ-বিদেশে অবস্থানরত পরিবারের সবার জন্য দোয়া এবং শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আলহাজ্ব মাসুক মিয়ার কনিষ্ঠ পুত্র সিলেট জেলা ছাত্রলীগ নেতা হাফিজ আব্দুল মুহিত। দোয়া পরিচালনা করেন টংগর দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম রুমান আহমদ।