ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এ প্রতিপাদ্যকে নিয়ে মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নে ওয়াপদা পাড়া যুব একতা সংঘ এর উদ্যোগে আন্ত-মাতারবাড়ী ফুটবল টুর্ণামেন্ট -২০২২ ইং আসর অনুষ্ঠিত হয় ৷ উক্ত টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এস.এম আবু হায়দার চেয়ারম্যান, ০১ নং মাতারবাড়ী ইউনিয়ন পরিষদ ও সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ মাতারবাড়ী ইউনিয়ন শাখা । টুর্নামেন্টে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নবীর হোছাইন ( ভুট্টো ) যুব ও ক্রীড়া সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ ৷
উক্ত টুর্নামেন্টে দাতার দায়িত্বে আছেন, আহমদ হোছাইন , যুগ্ম সাধারণ সম্পাদক , বাংলাদেশ কৃষকলীগ মহেশখালী উপজেলা শাখা, টুর্নামেন্টে সভাপত্বি করেন, সাকিবুল হাসান তারেক ৷
উক্ত টুর্নামেন্ট আয়োজন করেছেন, ওয়াপদা পাড়া যুব একতা সংঘ , মাতারবাড়ী ।
অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, মুর্শেদ হোছাই, সাংগঠনিক সম্পাদক মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ, জসিম উদ্দিন সাবেক সাধারণ সম্পাদক মাতারবাড়ী ইউনিয়ন বিএনপি, মুরাদুল ইসলাম যুগ্মসাধারণ সম্পাদক মাতারবাড়ী ইউনিয়ন যুবলীগ, সুজন মোহাম্মদ দিলু সাধারণ সম্পাদক ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ ৷ মোহাম্মদ আলী সাবেক সাধারণ সম্পাদক ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ ৷
খেলা পরিচালনায় ইউনুছ রোহান, সহযোগি পরিচালক বেলাল ও মহসিন সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন ২১নং জার্সি স্টাইকার মো মিশু ৷ ০১ গুলে খেলায় বিজয়ী হন দক্ষিণ মগডেইল এমসি এন্টারপ্রাইজ ৷
দক্ষিণ মগডেইল এমসি এন্টারপ্রাইজ বনাম ওয়াবদাপাড়া ইয়ং বয়েস