আমিনুর ইসলাম রানা, ঢাকাঃ
রাজধানীর হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় সময়ের আলোর সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান নিহত হয়েছেন। রাত আড়াইটার দিকে হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় ফুটপাতের পাশে পড়ে থাকতে দেখে এক ব্যক্তি তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রাত ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক হাবিবুর রহমানের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, বেগুনবাড়ির সিদ্দিক মাস্টার ঢালের কিছুটা সামনে মসজিদ সংলগ্ন হাতিরঝিল সড়কে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে হাবিব রাস্তার পাশে আইল্যান্ডে আছড়ে পড়েন।