নিজস্ব সংবাদদাতাঃ- আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি বিশিষ্ট সংগঠক আলমগীর আলম এর মা মর্জিনা বেগম (৬৫) চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ২০ জানুয়ারি রাত ৯টা ৫৫ মিনিটের সময় ইন্তেকাল করেন।ইন্না-লিল্লাহে ওয়ান্নাহ লিল্লাহি -রাজিউন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।সে পটিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ড গোবিন্দরখীল গ্রামের মরহুম আহমদ মিয়ার স্ত্রী। ২১ জানুয়ারি রোজ শুক্রবার বাদে জোহর পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দার খীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আলমগীর আলম ও ব্যাবসায়ী নামিজ উদ্দিন এর মায়ের নামাজে জানাযা অনুষ্ঠিত হইবে। এতে সকলে মরহুমার জানাজার নামাজে শরীক হয়ে আত্মার মাগফিরাত কামনা করার আহবান জানান। এদিকে নাজম উদ্দিন ও আলমগীর আলম এর মায়ের মৃত্যুতে বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোকসপ্ত পরিবারবর্গে প্রতি সমবেদনা জানিয়েছেন।