[মোহাম্মদ ইরফাত হোসেন চৌধুরী]
সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম আলহাজ্ব হযরত মওলানা শাহ ছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (মঃ) এঁর পৃষ্ঠপোষকতায় পহেলা মাঘ থেকে ১০মাঘ পর্যন্ত ১০দিনব্যাপী হযরত গাউছুল আজম আহমদ উল্লাহ মাইজভান্ডারীর ১১৬তম ওরশ শরীফ উপলক্ষে
বিভিন্ন মানব কল্যাণ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
এরই ধারাবাহিকতায়, ৫ম দিনের কর্মসূচি হিসেবে ১৯ জানুয়ারী বুধবার, মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের উদ্যোগে
“ক্লিন ও গ্রীন মাইজভান্ডার”কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নায়েবে সাজ্জাদানশীন আলহাজ্ব হযরত মওলানা শাহ ছুফী সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (মঃ) প্রধান অতিথি থেকে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এই কার্যক্রমে শতাধিক স্বেচ্ছাসেবক ও সর্বস্তরের এলাকাবাসী অংশ গ্রহণ করেন। এসময় সকল স্বেচ্ছাসেবক ও আগত জায়েরীনদের মাঝে ১হাজার মাস্ক বিতরণ করা হয়।
এছাড়াও একই দিনে ৫ম দিনের ২য় কর্মসূচির অংশ বিশেষ ‘প্রেমের তরী’ সূফি সংগীতালয়ের বার্ষিক পূর্ণমিলনী ২০২২ মাইজভান্ডার শাহ এমদাদীয়া ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
নায়েবে সাজ্জাদানশীন ও মোন্তাজেমে দরবার আলহাজ্ব হযরত মওলানা শাহ ছুফী সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (মঃ) এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ শেখ সাদী, প্রভাষক মোহাম্মদ আলী, হাটহাজারী কলেজের বাংলা বিভাগের প্রভাষক তছলিম উদ্দিন, সহ অসংখ্য সূফি গবেষক, লেখক, গীতিকার, ও শিল্পীরা অংশ গ্রহণ করেন।