মুহাম্মদ ইরফাত হোসেন চৌধুরী
রাউজান প্রতিনিধি।
রাউজান ব্লাড ডোনার্সের সম্মাননা পেলেন ১নং হলদিয়া ইউনিয়ন পরিষদের পুনরায় নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম চৌধুরী।
২১তারিখ শুক্রবার সন্ধা ৭টার সময় ইয়াছিন নগর চেয়ারম্যানের নিজ বাসভবনে এই সম্মাননা তুলে দেন রাউজান ব্লাড ডোনাসের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন রাউজান ব্লাড ডোনার্স এর প্রধান প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ এআর রাশেদ উদ্দিন, প্রতিষ্ঠাতা পরিচালক, সৌরভুল ইসলাম নিজাম, প্রতিষ্ঠাকালিন সদস্য আবু রায়হান, কার্যকরী সদস্য ইব্রাহিম, সাগর, ফোরকান রেজা, ইরফাত হোসেন চৌধুরী, সহ কার্যকরী সদস্য, নাঈম, রনজিত, রিয়াদ, কায়সা মং, মিনহাজ, তারেক, বাপ্পু ও বেলাল।