চিটাগাং এক্স শাহীন এসোসিয়েশন (চেসা) নির্বাচন ২০২১ এর নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান গত ২২ জানুয়ারি শনিবার ২০২২ সন্ধ্যায় স্থানীয় হোটেলে অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার জাফর ইকবালের সঞ্চালনায় প্রধান নির্বাচন কমিশনার বিএএফ শাহীন কলেজের সাবেক ভাইস-প্রিন্সিপাল আবু সাঈদ নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান। এই সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার সৈয়দা শামসুন নাহার বাবলী, ইকবাল হোসেন ও মোস্তাক আহমেদ তালুকদার।
উল্লেখ্য এক্স শাহীন এসোসিয়েশন এর নির্বাচন গত ২৪ ডিসেম্বর ঢাকায় ক্লাব শাহীনে, এবং ২৫ ডিসেম্বর চট্টগ্রামের বন্দর রিপাবলিক ক্লাবে ও প্রবাসীরা অনলাইনে ভোট প্রদান করেন। ভোটে এডভোকেট মোহাম্মদ এনামুল হক সভাপতি, ওয়াহিদ মাহমুদ সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে ৩১ জন নির্বাচিত হয়। বৈশিক মহামারি করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ও সরকারী বিধিনিষেধের কারণে স্বল্প পরিসরে নবনির্বাচিত কমিটি ও বিগত কমিটির সদস্যরা শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
২০২২-২০২৫ তিন বছর মেয়াদে গেজেট প্রকাশ করে নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে হস্তান্তর করা হয়। পরে সকল সদস্যদের সার্টিফিকেট প্রদান করা হয়।