ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ আজ ২৪ জানুয়ারি বিকালে মহেশখালী পৌরসভায় চলমান নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মহেশখালী গার্লস স্কুল সড়ক থেকে কাজী অফিস সড়ক পর্যন্ত আর সি সি দ্বারা রাস্তার চলমান কাজ পরিদর্শন করেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য, মহেশখালী পৌর আওয়ামীলীগের আহবায়ক, আধুনিক মহেশখালী পৌরসভার উন্নয়নের রূপকার তিন বারের নির্বাচিত সফল পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া। তিনি এপর্যন্ত ১৩ সড়কের আরসিসি ডালাই করেছেন ৷ তিনি বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত ৩য় বারের নবনির্বাচিত পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন ৷ আজকের পরিদর্শনে সাথে ছিলেন, মহেশখালী পৌরসভার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, টিকাদার, পৌর কাউন্সিলরবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় একাধিক পথচারীর সাথে কথা বলে জানা যায়, আমরা স্বাধীনতার পর থেকে পৌরসভার কাঁচা রোডে যাতায়াত করছি ৷ দীর্ঘ পৌর ইতিহাসে এরকম উন্নয়ন আমরা দেখিনি ৷ আমরা সবাই মহেশখালী পৌরবাসী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়াকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ।
মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার ৷ মহেশখালী পৌরসভায় এই পর্যন্ত যত উন্নয়ন কাজ হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ কন্যা বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পক্ষ থেকে হয়েছে। মহেশখালী পৌরসভার চলমান উন্নয়নের ধারা প্রতিটি ওয়ার্ডে পর্যাক্রমে অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া।