জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি:
চন্দনাইশ পূর্ব জোয়ারা এলাকাবাসীর উদ্যোগে হযরত আবু বক্কর সিদ্দিক (রাঃ), খাজা গরীবে নেওয়াজ (রাঃ)’র ওফাত দিবস ও ইসালে সাওয়াব উপলক্ষে ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) অনুষ্ঠিত হয়।
গত ২৯ জানুয়ারী পূর্ব জোয়ারা ভরা পুকুরের পূর্ব পাড় মাঠে পূর্ব জোয়ারা সুন্নি সংঘ ও সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতায় মাও.আবদুল মজিদের সভাপতিত্বে মাহফিলে তকরির করেন মাও.মো.ওমর ফারুক নাঈমী, মাও.মো.আবু ইউসুফ নুর আল-কাদেরী,মাও.মো.আবু ছিদ্দিক আল-কাদেরী, মাও.আহমদ হোসেন,মো.ওসমান গণি,মো.ছৈয়দুল হক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন,আবুল কালাম আজাদ,নুরুল ইসলাম,নজরুল ইসলাম প্রমূখ। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করেন মাও.মো.ওমর ফারুক নাঈমী।