জাহাঙ্গীর আলম চৌধুরী, চন্দনাইশ প্রতিনিধি :
চন্দনাইশে গাইছে জামান হাফেজ কারী মাও. সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৮৯ তম বার্ষিক ওরস আজ মঙ্গলবার সাতবাড়িয়া হাফেজ নগর দরবার শরীফে অনুষ্ঠিত হচ্ছে । এ উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে পালিত হবে নানা কর্মসূচি ,রওজা শরীফ গোসল ,গিলাফ ছড়ানো, মিলাদ মাহফিল ও জিয়ারতের মধ্যে দিয়ে কর্মসূচি শুরু হবে বলে জানা গেছে । গাউছিয়া মাবুদ মঞ্জিল, গাউছিয়া আছাদ মঞ্জিল, বাগ-এ-রুহানিয়্যাতে গাউছুল আজম,গাউছিয়া রহমান মঞ্জিল,গাউছিয়া শহীদ মঞ্জিল, বাব-এ-ফরিদ, বাব-এ-জুনাইদ, বাব-এ-শফি ওরস উপলক্ষে পৃথকভাবে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে এ কর্মসূচি পালন করবে। পরে রাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ওরস।