জাহাঙ্গীর আলম চৌধুরী, চন্দনাইশ প্রতিনিধি:
চন্দনাইশে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযানে জি আর সশ্রম কারাদণ্ড প্রাপ্ত ও সি আর পরোয়ানাভূক্ত আসামিসহ ৪ জনকে আটক করেছে থানা পুলিশ। গতকাল ৩ ফেব্রুয়ারি ভোর পর্যন্ত পুলিশদল পৃথক এ অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলেন, জিআর সাজাপ্রাপ্ত কাঞ্চন নগর এলাকার মৃত মো. ইসমাইলের ছেলে রাজা মিয়া (৪৫),জি আর পরোয়ানাভূক্ত দোহাজারী এলাকার মো.রফিক প্রঃ গিরাকাটা রফিকের ছেলে ইসমাইল হোসেন (২৫),সি আর পরোয়ানাভূক্ত সাতবাড়িয়া এলাকার মৃত আব্দুল শুক্কুরের ছেলে আজগর আলী (৩৫),বৈলতলী এলাকার আবদুর রশিদ বাবুলের স্ত্রী আলম আরা কাউছার (৩৮),কে আটক করে।
বিভিন্ন মামলায় ৪ আসামিকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান,আটককৃত আসামিদের গতকাল বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।