কোলাগাঁও ইউনিয়ন ৫নং ওয়ার্ড সেচ্ছাসেবী সংগঠন ও চাপড়া খৎনা ক্যাম্প পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত বিনামূল্যে খৎনা ক্যাম্প কর্মসূচী-২০২২…বিনামূল্যে খৎনা ক্যাম্প
প্রধান_অতিথি -জনাব আলহাজ্ব শামসুল ইসলাম ভাই কোলাগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উদ্বোধক ও সংবর্ধিত অতিথি হিসাব ছিলেন হাজী মাহবুবুল হক চৌধুরী, নবনির্বাচিত_চেয়ারম্যান কোলাগাঁও ইউনিয়ন পরিষদ।
এতে সম্মানিত অতিথি হিসাবে ছিলেন বিশিষ্ট ,সমাজসেবক বোরহান,বিশিষ্ট সমাজসেবক বদিউল আলম তুষার সমাজসেবক কাশেম রাসেল,
হাজী ওসমান,দিদার গফুর সাহেব,মাষ্টার জালাল আহমদ,দিদার,বাহার,তাহের সাং,নুর মোহাম্মদ সাং শাহ নেওয়াজ,,শরীফ মেম্বার ফাতেমা মেম্বার, সাইফুদ্দিন শুক্র,আবদুল মাবুদ,মনির আহমদ,হাশেমআত্তারী,আসাদ,রিয়াদ,টিপু,রাজ্জাক,নেজাম,তৌপিক,তৌহিদ,জুয়েল,আকাশ,সাকের,জনি,সালাউদ্দিন, মিনার,মান্নান,ইউচুব সাকিব,টিপু,তাহের শাহজান, শাহআলম প্রমুখ।
সভাপতিত্বে করেন মোহাম্মদ সেলিম।