ইরফাত হোসেন চৌধুরী
রাউজান প্রতিনিধি।
রাউজান উপজেলার অন্তরগত প্রখ্যাত পীরে দস্তগীর মাখদুমে মিল্লাত শায়খে শরিয়ত শাহ ছুপি সৈয়্যদ আল্লামা নজীর আহমদ শাহ (রাহঃ) পবিত্র বার্ষিক ওরছ শরীফ হলদিয়া মৌলানা মঞ্জিলে অনুষ্টিত হয়। করোনা প্রাদুর্বাবের কারণে সিমিত পরিষরে মাত্র দুই ঘন্টা সময়ে সম্পন্ন করেন এন্তেজামিয়া কমিটি।
গত ২৩ শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদে মাগরিব থেকে অনুষ্টিত আজিমুশশান নুরানী মাহফিল রাউজান প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক দৈনিক মানবকন্ঠ পত্রিকার রাউজান প্রতিনিধি এম,দিদারুল আলম আলক্বাদেরীর সঞ্চালনায় অনুষ্টানে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাত রাউজান উত্তরের সেক্রেটারি ও নজীরিয়া দরবারের সাজ্জাদানেশীন আল্লামা ইদ্রিস আনসারী,
এতে প্রধান অতিথি ছিলেন হলদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হাছান মুরাদ রাজু, সভাপতি মুনছুর আলম, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক হলদিয়া সাজেদা কবির চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির জমি দাতা সদস্য এস,এম শোয়েব উদ্দীন, হলদিয়া প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের দাতা সদস্য মু্হাম্মদ তৌহিদুল আলম,
প্রধান আলোচক ছিলেন নুরুল উলুম আমহদীয়া রেজভীয়া দাখিল মাদরাসার সহ সুপার আল্লামা নুরুল আবছার রেজভী, বিশেষ বক্তা ছিলেন নানুপুর ইছাপুরী শাহ রাহঃ মাজার সংলগ্ন জামে মসজিদের খতিব আল্লামা ওবাইদুল্লাহ, নজীরিয়া বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা আবুল বশর, বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সন্তান এম,মোসলেম উদ্দীন কায়সার, হাফেজ মাওলানা ফখরুদ্দীন, মাওলানা নঈম উদ্দীন, মাও আবু আহম্মদ, মাও হাফেজ আবু তাহের রেজভী,মাও আব্দুল আলী রেজভী, মাও নাছির উদ্দীন, মাও মামুন উদ্দীন, প্রমুখ পরিশেষে মিলাদ কেয়াম ও আল্লামা ইদ্রিস আনসারির আখেরি মোনাজাত পর তাবারুক বিরতরণের মাধ্যেমে মাহফিল সমাপ্ত হয়।