ইসমাইল চৌধুরী
চট্টগ্রামে নগরীর বন্দর থানাধীন কলসী দিঘীর উত্তরপাড় এলাকায় অভিযান চালিয়ে একজন ভূয়া এমবিবিএস ডাক্তারকে আটক করেছে র্যাব।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন কলসী দিঘীর উত্তরপাড় এলাকায় “রীমা মেডিকেল হল”নামের ঔষধের দোকানের ভিতর এক ব্যক্তি ডাক্তারী প্যাড তৈরী করে চেম্বার খুলে চিকিৎসার নামে নিরীহ রোগীদের সাথে প্রতারনা করে আসছেন। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম এর একটি দল অভিযান পরিচালনা করে তাঁকে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে নিজেকে ভুয়া ডাক্তার বলে স্বীকার করলে আসামীকে গ্রেফতার করা হয়।
সূত্রটি আরো জানায়, গ্রেফতারকৃত আসামীর ফার্মেসী এবং চেম্বার তল্লাশি করে বিভিন্ন ধরণের ভূয়া ডাক্তারী সরঞ্জামাদি জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত ভুয়া এমবিবিএস ডাক্তার সেজে নিরীহ রোগীদের বিভিন্ন জটিল রোগের ভূয়া চিকিৎসা প্রদান করে তাদের নিকট থেকে প্রতারণামূলক ভাবে অবৈধ অর্থ আত্মসাৎ করে আসছে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম নগরীর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব, চট্টগ্রাম।