মোহাম্মদ ইরফাত হোসেন চৌধুরী
রাউজান প্রতিনিধি।
রাউজানের ১০নম্বর পূর্ব গুজরা গুজরা ইউপির পশ্চিম আধার মানিক গ্রামের বাসিন্দা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক, সিনেট সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ড. বিমান চন্দ্র বড়ুয়া, ৩নং ওয়ার্ডের তিনবার নির্বাচিত ইউপি সদস্য উজ্জ্বল বড়ুয়াসহ এলাকার নিরহ বিভিন্ন পেশাশ্রেণীর নারী-পুরুষের বিরুদ্ধে মিথ্যাচার, ফেসবুকে পোস্ট, মিথ্যা মামলা প্রদানসহ নানাভাবে হয়রানি প্রতিবাদে এলাকার সত্যপ্রিয় বড়ুয়া, সজল বড়ুয়া ও বিশাখা বড়ুয়ার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন বিক্ষোভ মিছিল করেছে পশ্চিম আধার মানিক গ্রামবাসী। গতকাল ৬ ফেব্রুয়ারি রবিবার বিকেলে উপালী সংঘের মাঠে এলাকার শত শত নারী-পুরুষের উপস্থিতিতে এ সাংবাদিক সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেন পশ্চিম আধার মানিক গ্রামের সচেতন নাগরিকগণ। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি সদস্য উজ্জ্বল বড়ুয়া।
বক্তব্য রাখেন প্রাক্তন মেম্বার উদয়ন বড়ুয়া, প্রকৃতি বড়ুয়া, স্বর্নেন্দু বড়ুয়া, দুকুল বড়ুয়া, কল্যাণ বড়ুয়া, টুটুল বড়ুয়া, নিদর্শন বড়ুয়া, চঞ্চল বড়ুয়া, তাপস বড়ুয়া, জয়ধন বড়ুয়া, প্রণব বড়ুয়া, চান্দু বড়ুয়া। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য বলা হয়, এলাকার মানুষের গণ দুশমন হিসেবে চিহ্নিত তিন ব্যক্তি সত্যপ্রিয় বড়ুয়া, সজল বড়ুয়া ও বিশাখা বড়ুয়া গ্রামের কৃতীসন্তান ড. বিমান চন্দ্র বড়ুয়া, উজ্জ্বল বড়ুয়া মেম্বার, চৌকিদার পরিমল বড়ুয়া, তাপস বড়ুয়া, চঞ্চল বড়ুয়া, পূর্ব গুজরা পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের এ.এস.আই জাহাঙ্গীর আলম, নিদর্শন বড়ুয়া, প্রণব বড়ুয়া, জয়ধন বড়ুয়া, সজল বড়ুয়া, সুজাতা বড়ুয়াসহ এলাকাবাসীদের নামে ফেসবুকে কুৎসিত, কুরচিপূর্ণ, অশ্লিন ভাষায় স্ট্যাটাস দিয়ে বিভিন্নভাবে কুৎসা রটাচ্ছে। পাশাপাশি মিথ্যা মামলা, জিডি দিয়ে গ্রামের মেম্বারসহ নিরহ গ্রামবাসীকে হয়রানি করছে। ইতিপূর্বে সজল বড়ুয়ার প্রতারণার শিকার হয়েছে চন্দনা দাশ, রতন দাশ, মাদল বড়ুয়া, মরিয়ম বেগমসহ অনেকে। ইতিমধ্যে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ, রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল’র এএসপি ওই তিনজনকে এসব কর্মকান্ড থেকে বিরত থাকার হুশিয়ারি প্রদানের পরও তারা স্বভাবের কোন পরিবর্তন করেনি। এতে গ্রামবাসী ক্ষুব্দ। আমরা গ্রামবাসী বিশাখা বড়ুয়ার দায়েরকৃত মিথ্যা মামলা ও সত্যপ্রিয় বড়ুয়া এবং সজল বড়ুয়ার হয়রানি বন্ধের পাশাপাশি তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে।
এ প্রসঙ্গে অভিযুক্ত সত্যপ্রিয় বড়ুয়া বলেন ‘সাংবাদিক সম্মেলনে আমাদের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়। সম্পূর্ণ মিথ্যা, ষড়যন্ত্রমূলক।’