নিজস্ব প্রতিবেদক
সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ জসিম উদ্দিন অভিযোগ করেছেন তিনি তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী যুবলীগ এর বহিস্কৃত নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন এর তথ্য সন্ত্রাসের শিকার হয়েছেন । তিনি আজ সকালে সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালীন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন কর্তৃক তথ্য সন্ত্রাসের শিকার- এর অভিযোগ করেন উপস্থিত গণমাধ্যমকর্মীদের কাছে । এ সময় তিনি বলেন , সকাল থেকে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সাধারণ ভোটাররা ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করা সত্ত্বেও আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যুবলীগের বহিস্কৃত নেতা মোহাম্মদ সেলিম সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন দপ্তরে আমার বিরুদ্ধে বায়বীয় অভিযোগ করে শান্তিপূর্ণ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত হয়েছেন । সেলিম কোন তথ্য প্রমাণ ব্যতীত আমার বিরুদ্ধে একের পর এক তথ্য সন্ত্রাস করে যাচ্ছে নির্বাচনের পূর্ব থেকেই । আজকের নির্বাচনের দিনও সে একই ধারা অব্যাহত রেখেছে । আমি প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই তথ্য সন্ত্রাসের প্রতিকার চাচ্ছি “।
নৌকার প্রার্থীর অভিযোগের ব্যাপারে মোহাম্মদ সেলিমের মুঠোফোনে একাধিকবার কল করলে তা ব্যস্ত পাওয়া যায় ।
উল্লেখ্য, সাতকানিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারণা কালীন থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে শক্তি প্রদর্শনের অভিযোগ করে আসছেন । এবার সন্ত্রাসীদের কর্তৃক শক্তি প্রদর্শনের পাশাপাশি তথ্য সন্ত্রাসের অভিযোগ নির্বাচনের দিন নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলেই ।