ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান পিপিএম (সেবা) এর দিক-নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ সফিকুল ইসলাম, অফিসার-ইনর্চাজ জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের নির্দেশে প্রতিদিন অপরাধ নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে জেলা গোয়েন্দা শাখা’র ডিবি পুলিশ।
এরই ধারাবাহিকতায় ডিবি পুলিশের এসআই (নিঃ) মোঃ জাকির হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ০৮ ফেব্রুয়ারী ২০২২ খ্রিঃ তারিখ রাত ২২.৫৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন মাইজবাড়ী এলাকা হইতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ মিন্টু মিয়া(৪২), পিতা- মৃত আব্দুল কদ্দুস, মাতা-মৃত ছহুরা খাতুন, ২। মোঃ সবুজ মিয়া(৩০), পিতা-মোঃ আলী হোসেন, মাতা-মোছাঃ ফালানী বেগম, ৩। মোঃ আলমগীর হোসেন(৩০), পিতা-মৃত আমজাদ আলী, মাতা-মোছাঃ মেহেরুন বেগম, সর্ব সাং-আজমতপুর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদের গ্রেফতার করা হয়।
১ কেজি গাঁজা উদ্ধারের বিষয়ে ৩ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।