মোঃ ইদু খান স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নে গাজাসহ ৪ জনকে আটক করেছে খালিয়াজুরীর থানা পুলিশ।
শনিবার (১২ ফেব্রুয়ারী) খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুজিবুর রহমানের দিক নির্দেশনায় সহকারী পরিদর্শক মোঃ মকবুল হাসান, উপ সহকারী মোঃ রকিবুল হাসান ও সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় নেত্রকোণার খালিয়াজুরী উপজেলাধীন নগর ইউনিয়নের বাঘাটিয়া গ্রামের মাদক ব্যবসায়ী অরুন সরকারের বাড়ীতে রাত পৌনে একটায় গোপন সূত্রের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে গাজা ক্রয় বিক্রয় ও খাওয়ার সময় তাদেরকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন সগ্রাখাই গ্রামের মৃত পান্ডব সরকারের ছেলে সাবেক ইউ,পি সদস্য মনোরঞ্জন সরকার(৪০), গন্ডামারা গ্রামের মৃত সুচরন সরকারের ছেলে রাখেশ সরকার(৬০), বাঘাটিয়া গ্রামের মৃত সুরেন্দ্র সরকারের ছেলে সুষেন সরকার(৫২), সগ্রাখাই গ্রামের মৃত প্রেমানন্দ সরকারের ছেলে রিতেন সরকার(৩৮)।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন গোপন সূত্রের ভিত্তিতে গাজা ক্রয় বিক্রয় ও খাওয়ার সময় তাদেরকে আটক করা হয়। উদ্ধার কৃত গাজার পরিমান ৩০০ গ্রাম।
এ বিষয়ে নগর ইউনিয়নের চেয়ারম্যান দেবেশ তালুকদারকে মাদক মুক্ত নগর ইউনিয়ন গড়ার যে প্রত্যয় ব্যক্ত করে ছিলেন এমন প্রশ্নের জবাবে দেবেশ তালুকদার বলেন সবে মাত্র শপথ নিয়েছি। তবে প্রত্যেক গ্রামে গ্রামে মাদক নির্মূলের জন্য বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সকল মাদক সেবীদের মাদক সেবন না করার জন্য কঠোরতম ব্যবস্থা নেওয়ার আশ্বাস ব্যক্ত করেন। আটক কৃত মাদক সেবীদের ছেড়ে দেওয়ার ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি তা অস্বীকার করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো বলেন,আটককৃত ব্যক্তিকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণী ২৪-এর (ক)-এ মামলা রুজ্বু করে আদালতে প্রেরণ করা হয়েছে।