জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি:
চন্দনাইশ উপজেলার দুর্গম পাহাড়ী অঞ্চল ধোপাছড়ির চাপাছড়ি এলাকায় অভিযান চালিয়ে ৩০লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ ৪ জনকে আটক করেছে থানা পুলিশ।
গত ১৪ ফেব্রুয়ারী ভোর রাতে ধোপাছড়ির চাপাছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, হাশিমপুর ইউনিয়নের পূর্ব সৈয়দাবাদ এলাকার মো.সেলিম উদ্দিনের ছেলে মো.বেলাল হোসেন(২২), নুরুল হকের ছেলে মো. ইরফান(২৫), মো.জালাল উদ্দিন(২৮),আমির হোসেনের ছেলে মো.ইকবাল হোসেন(২২)।
চন্দনাইশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গত সোমবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।