নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম বৃদ্ধিতে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগ উদ্বেগ প্রকাশ করেছেন। হঠাৎ করে চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারী মাসে করোনার উদ্ধর্গতির সাথে সাথে মানুষের নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, তেল, আটা, ময়দা, পেঁয়াজ, দুধ, চিনি, চা-পাতা, কাঁচা বাজার, শাক-সবজি, মাছ-মাংসসহ গ্যাস, ওয়াসা’র মূল্যবৃদ্ধিতে জনগণ দিশেহারা হয়ে পড়েছে। সে সাথে যুক্ত হয়েছে গাড়ি ভাড়া সব মিলিয়ে মানুষের আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্যের হিসাব কোন ভাবে মিলছে না। বাজারে জিনিস পত্রের দাম যে হারে বেড়ে চলেছে তাতে করে সংসার চালনায় কঠিন হয়ে পড়েছে। আবাসিক গ্যাসের দাম বাড়ানো এবং নগরীতে গৃহ কর বাড়ানোর প্রস্তাব নিয়ে নগরবাসী দুঃচিন্তায় আছেন। স্কুল, কলেজের বেতনসহ পড়ালেখার খরচ বেড়ে যাওয়াতে অভিভাবকরা দিশেহারা। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় নেতৃবৃন্দ মানবিক দৃষ্টিকোণ থেকে রোজার আগে দ্রব্য মূল্য স্থিতিশীল রাখার জোর দাবি জানান। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।