আগামী হোক আরো মসৃণ,
দেশবার্তার সুফল পৌঁছে যাক মফস্বলে”
অতি অল্প সময়ে মাত্র ৪ বছরে দৈনিক দেশবার্তা সংবাদ পরিবেশন ও প্রকাশে নবদিগন্ত সূচনা করেছে।
আমি ও আমরা এমন সংবাদ মাধ্যমের পাঠক হতে পেরে আনন্দিত ও আশাণ্বিত।
আগামীর পথচলা আরো মসৃণ হোক,দেশবার্তার সুফল ছড়িয়ে যাক মফস্বল এই কামনা করি।
তাই ২২ ফেব্রুয়ারী ২০২২ইং তারিখে ৪র্থ বর্ষ পূর্তিতে দৈনিক দেশবার্তা সম্পাদকমন্ডলী,সাংবাদিকবৃন্দ, কলা-কৌশলী ও পাঠকবৃন্দের প্রতি জানাই প্রিয় সংগঠন হযরত ইমাম হাসান-হোসাইন রাদ্বি: একতা সংঘের পক্ষ হতে অভিনন্দন ও একরাশ ফুলেল শুভেচ্ছা।
শুভেচ্ছান্তে:
উপাধ্যক্ষ মুহাম্মদ বোরহান উদদীন।
প্রতিষ্ঠাতা: হযরত ইমাম হাসান-হোসাইন (রাদ্বি:) একতা সংঘ,ছগিরাপাড়া,পদুয়া,লোহাগাড়া,চট্টগ্রাম।