মিজানুর রহমান খুলনা প্রতিনিধিঃ-
দাকোপ রিপোর্টার্স ক্লাব সভাপতি ও অনলাইন ভিত্তিক দাকোপ উপজেলার সংবাদ প্রচার মাধ্যম “দাকোপ টাইমস্” এর পরিচালক মোঃ রুমান আহম্মেদ এর পুত্র মোঃ খালিদ হাসান রাফি ২১ শে ফেব্রুয়ারী দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রহেছে।
খুলনা মডেল কলেজ থেকে ২০২২ সালে এ প্লাস পাওয়া মেধাবী ছাত্র মোঃ খালিদ হাসান রাফি’র আশু সুস্থতা কামনায় দাকোপ রিপোর্টার্স ক্লাব সদস্যবৃন্দ ও “দাকোপ টাইমস্” পরিবার।