মোঃ নেছার আহম্মেদ।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিনম্র শ্রদ্ধা, যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগের অফিসে দোয়া মোনাজাতের মাধ্যমে শহীদের প্রতি শ্রদ্ধাশীল জানানো হয়, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্যে দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ২২ নং এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগ,ও সামাজিক সংগঠন ।
গতকাল ১০ টা ১ মিনিটে প্রথমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। ২২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সলিমুল্লাহ বাচ্চু
এসময় সভায় উপস্থিত ছিলে
২২ নং এনায়েত বাজার ওয়ার্ড কাউন্সিলর মোঃ সলিমুল্লাহ বাচ্চু, এবং সভায় উপস্থিতি ছিলেন, মানিক চন্দ্র দে,সাজ্জাদুর রহমান চৌধুরী, সাহাবু উদ্দিন আহমেদ, অধ্যাপক মিলটন, ইসকান্দর আলী, বজল আহমেদ, কন কন সঞ্জয় ভৌমিক, আবদুল মজিদ, কায়সার উদ্দিন, নাজিম উদ্দিন,
এ সময় অমর একুশের ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ কালজয়ী গানটি বাজানো হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।