মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ,ব্যুরো চীফ,
চসিকের চাকুরী স্থায়ীকরণের এক দফা, দাবী আদায়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন অস্থায়ী কর্মকর্তা-কর্মচারী পরিষদের নেতৃত্বে ২৩/০২/২২ইং রোজ বুধবার, বিকেল ০৩:০০ ঘটিকায় গণজমায়েত ও বিক্ষোভ মিসিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে সভাপতিত্বের বক্তব্য আহ্বায়ক আবু তাহের বলেন
দীর্ঘ ২০/২৫ বছরের অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের প্রাণের দাবী স্থায়ীকরণ ১৯৮৮ইং সালের নিয়োগ বিধিমালা মতে মন্ত্রণালয় থেকে শূণ্য পদ পুরণের যে ছাড়পত্র দেওয়া আছে ৭০৯ এবং পরবর্তীতে সাংগঠনিক কাঠামোতে ৪৪৯ পদ সংরক্ষণে সরকার মঞ্জুরী জ্ঞাপন। মোট ১১৫৮টি যে পদ পুরণের জন্য মন্ত্রণালয় থেকে চারবার সময় বৃদ্ধি করা হয়েছে সর্বোপরি আগামী ৩০শে জুন-২০২২ইং পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে। আগামী জুনের মধ্যে আমাদের স্থায়ীকরণ প্রক্রিয়া শুরু না হলে আমরা আইনি জটিলতায় পরে যাবো। মন্ত্রণালয় কর্তৃক বেঁধে দেওয়া সময় সীমার দুই মাস অতিবাহিত হয়ে গেছে কিন্তু স্থায়ীকরণের কোনো অগ্রগতি না হওয়ায় সংকটমূহুর্তে আছি। আমরা আজকে এক দফা, দাবীতে গণজমায়েত দিয়ে আগামীর কর্মসূচীতে চলে যাচ্ছি আগামী সপ্তাহে চট্টগ্রাম প্রেসক্লাবে চসিক অস্থায়ী কর্মকর্তা-কর্মচারী পরিষদের সংবাদ সম্মেলন ঘোষণা করা হলো।
সদস্য সচিব বলেন সাজু মহাজন আমরা নিজেদের ন্যায্য দাবী আদায়ে আজ আন্দোলনে নেমেছি। অথচ এ সময়ে আমার অফিসে বসে জনগণকে সেবা দেওয়ার কথা। স্থায়ী করণ আমার অধিকার। কতৃপক্ষ আমার অধিকার যথাসময়ে দেয়নি বলে আজ আমি রাজপথে নামতে বাধ্য হয়েছি। দাবী আদায় না হওয়া পর্যন্ত রাজপথ সঙ্গী। আগামী ৩০শে জুনের মধ্যে অস্থায়ী দের স্থায়ী করার যে সময় সীমা তা পূরণ করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না,
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম চৌধুরী তার বক্তব্য বলেন,
স্থায়ীকরণ আমাদের আইনগত অধিকার। দীর্ঘ ২০/২৫ বছর ধরে আমরা অস্থায়ী ভাবে চাকুরী করে আসতেছি। অস্থায়ী হওয়ায় আমরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। ফলে আমাদেরকে পরিবার নিয়ে মানবতার জীবনযাপন করতে হচ্ছে। বিভিন্ন সময় স্থায়ী করনের প্রক্রিয়া শুরু করলেও কোন এক অদৃশ্য কারণে কার্যক্রম বন্ধ হয়ে যায়।মন্ত্রানালয়ের বিধিনিষেধ ও নিয়োগ বিধির অজুহাতে আমরা আর স্থায়ী হতে পারিনা। স্থায়ী করণের দাবিতে গত ৮/১২/২১ ইংরেজি তারিখে আমরা মানব বন্ধন করি। কর্তৃপক্ষের দায়িত্বশীল কর্মকর্তার কথায় পূর্ব ঘোষিত প্রেস ক্লাবের সামনের মানববন্ধন কর্মসূচি সাময়িক স্থগিত করি।কিন্তু ২মাস অতিবাহিত হলেও দৃশ্যমান কোন অগ্রগতি না দেখায় আবার আমরা আন্দোলনে ফিরে আসছি। চাকরিস্থায়ীকরনের এক দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের ধারাবাহিক কর্মসুচি চলমান থাকবে,
সমাবেশ সঞ্চলনা করেন সংগঠনের সিনিয়র যুগ্ম সচিব জাহিদুল ইসলাম জোমাদ্দার
এ সময় বক্তব্য প্রদান করেন ডাঃ হাসান মুরাধ চৌধুরী, ডাঃ সুমন তালুকদার, শফিউল আযম, যুগ্ম আহ্বায়ক লিটন বড়ুয়া, খাইরুল বশর তসলিম, রবিউল হোসেন, বোরহানুল আলম, ইরফানুল হক, রাজু তালুকদার, অর্পণ চাকমা ও অলকা বিশ্বাস,