[আমজাদ হোসেন, আনোয়ারা]
আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ২০ ফেব্রুয়ারি বিকালে বারশত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অভিষেক অনুষ্ঠিত হয়। বারশত ইউনিয়নের টানা দ্বিতীয়বার নির্বাচিত চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ’র সভাপতিত্বে ও যুবলীগ নেতা নিজামুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য এস.এম আলমগীর চৌধুরী। উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম.এ হান্নান চৌধুরী মঞ্জু, বিশেষ অতিথি ছিলেন আওয়ামীগের সদস্য ফজলুল করিম চৌধুরী বাবুল, সদরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ছৈয়দ, আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন হেলাল, ছাবের আহম্মদ, এম.এ রশীদ, মোহাম্মদ মহিউদ্দিন, নিউটন সরকার, মোহাম্মদ নাসির,নবনির্বাচিত ইউপি সদস্য, সদস্যা ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ বলেন,বারশত ইউনিয়নে কোনো মাদক কারবারি,সন্ত্রাস, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের স্থান নেই।মাদক ও সন্ত্রাস নির্মূল করব। দেশসেরা মডেল ইউনিয়ন উপহার দেওয়ার চেষ্টা করব। সরকারি যেকোন সেবা বিনামূল্যে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। মূলত আমি জনপ্রতিনিধি নয়, বরং জনবান্ধব প্রতিনিধি হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। এলাকার যেকোন সমস্যা সমাধানে ওয়ার্ডের জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে জনগণের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠিত করব।