জাহাঙ্গীর আলম চৌধুরী, চন্দনাইশ প্রতিনিধি:
চন্দনাইশ পৌরসভা যুবলীগের নেতাকর্মীরা কক্সবাজার সমুদ্র সৈকতে আনন্দঘন পরিবেশে আনন্দ ভ্রমণ সম্পন্ন করেছে ।
গত ২৩ ফেব্রুয়ারী বুধবার ৩২ জন সদস্য ১ টি বাস যোগে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন যুবলীগের সদস্যদের গাড়িটি।পৌরসভা যুবলীগের সভাপতি এম সিরাজুল ইসলাম চৌধুরী,সাধারণ সম্পাদক এম. লোকমান হাকিমের আয়োজনে,সরোয়ার ইসলাম তুহিনের সৌজন্যে দিনব্যাপী এ আনন্দ ভ্রমণের আয়োজন করা হয় ।
দেশ বিদেশের গুরুত্বপূর্ণ ভ্রমণ পর্যটন নগরী স্বপ্নের সমুদ্র সৈকতে দুপুর ১ টায় পৌঁছান তাঁরা। সৈকতের নরম বালির বিছানায় মিলেমিশে আনন্দ সমারোহে জীবনের স্পন্দনে জড়িয়ে যান তাঁরা।
এ আনন্দ ভ্রমণে অন্যান্যের মধ্যে অংশ নেন সাংবাদিক যথাক্রমে আজিমুশ শানুল হক দস্তগীর, মো.জাহাঙ্গীর আলম চৌধুরী,যুবলীগ নেতা যথাক্রমে,নুরুল আমিন,রেজাউল করিম,সরোয়ার আলম,সুজিত বড়ুয়া,সঞ্জয় বড়ুয়া,মো.আজিজ, মো.সবুজ,মো.শাহ নেওয়াজ,কিরিচ লোকমান,মো. হারুন,মো.জসিম,আবু তালেব,মো.জাহেদ প্রমূখ।
এ সময় এম. সিরাজুল ইসলাম চৌধুরী তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, মনোমুগ্ধকর সমুদ্র সৈকত কক্সবাজার ভ্রমণ! নীল জলরাশি আর শোঁ শোঁ গর্জনের মনোমুগ্ধকর সমুদ্র সৈকতের নাম কক্সবাজার। অপরূপ সুন্দর বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার। পৌরসভা যুবলীগকে সংগঠিত রাখতে ও আনন্দ দিতে এ আয়োজন।