মোহাম্মদ শরীফঃ চট্রগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশ শাহী জামে মসজিদে ২৫শে ফেব্রুয়ারী ২২ইং রোজ শুক্রবার বাদে মাগরিব পবিত্র মেরাজুন্নবী (সঃ) উৎযাপন খলিফায়ে রসুল আবু বক্কর সিদ্দিক( রঃ) ও আতায়ে রসুল খাজা গরীবে নেওয়াজ এর ওরশ উপলক্ষে গাউসিয়া কমিঠি কাশিয়াইশ শাখার উদ্যেগে কাশিয়াইশ শাহী জামে মসজিদ প্রাঙ্গনে এক বিরাট মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়াইশ জামে মসজিদের সম্মানিত খতিব ও @মাহফিলে শোহাদায়ে কারবালা পরিচালনা পরিষদের চেয়ারম্যান হযরতুল হাজ্ব আল্লামা আবু তালেব মঈনী ছাহেব। প্রধান অতিথি হিসেবে তশরিফ এনেছেন ওস্তাজুল ওলামা চুন্নাপাড়া মহিউছ সুন্নাহ ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরতুল হাজ্ব জনাব মহি উদ্দিন হাসেমী ছাহেব মঃ জিঃ আঃ। খতমে গাউসিয়া শরীফ শুরু ও বাদে এশা মিলাদ মাহফিলে মাধ্যমে প্রধান ওয়ায়েজিন বলেন আল্লাহর হাবীব সঃ মেরাজ উপলক্ষে আল্লাহর পক্ষ হইতে বান্দার নেয়ামত স্বরূপ একমাত্র নামাযকে উপহার হিসেবে পাটিয়েছেন। তাই আল্লাহর সাথে সরাসরি সাক্ষাত করতে একমাত্র নামাযই উত্তম পন্থা হিসেবে আকরে ধরার আহবান জানিয়েছেন। গাউসিয়া কমিঠি কাশিয়াইশ শাখার সভাপতি জনাব রবিউল ইসলাম রবির সভাপতিত্বে মুঃ মিজান ও মুঃ ইমনের সঞ্চালনায় উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার হাফেজ আঃ মাবুদ, আলহাজ্ব তসকির আঃ সওদাগর, আলহাজ্ব আবুল কাসেম বয়ানি, আলহাজ্ব গোলাম নবী লেদু, আলহাজ্ব আবুল হাসেম, আঃ মন্নান, কাশিয়াইশ তৈয়বিয়া পেচু মিয়া হেফজ খানার শিক্ষার্থী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।