নিজস্ব প্রতিনিধি – পশ্চিম পটিয়ার ঐতিহ্যবাহী চাপড়া শাহ আমানত মিলাদ উদযাপন কমিটি উদ্যেগে ২২ তম আজিমুশান মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে।
এতে সভাপতিত্ব করেন কোলাগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব নাছির আহমদ।
প্রধান ওয়াজিন হিসাবে বয়ান করেন বোয়ালখালী দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা আল্লামা আহম্মদুল্লাহ (মাঃজিঃআঃ)।
প্রধান অতিথি হিসাবে ছিলেন
কোলাগাঁও ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাজী মাহবুবল হক চৌধুরী।
উক্ত অনুষ্ঠান উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক
দেশ বার্তার প্রকাশক সাংবাদিক হাজী জসিম উদ্দিন।
উক্ত মিলাদ মাহফিল সঞ্চালনা করেন আল্লামা ইমরান কাদেরী ওআল্লামা আবদুল হাকিম নুরী।
মাহফিল পরিচালা কমিটি সদস্য
সংগীত শিল্পী হাশেম আত্তারী, উপস্থিত ছিলেন মাহফিল কমিটির সদস্য জনাব আবদুল বারেক সওঃমাওলানা আলী আকবর মাহবুবুল হক জনি শফি বৈদ্য, বাহার উদ্দীন,জাবেদ, আজগর,মনাফ সওঃ,মনচুফ আলী,তাহের সওঃশাহজাহান, জাফর, সাজ্জাদ,সেলিম,আহমদনুর,আলমগীর,বাবুল, কাশেম হুুুুজুর, মামুন,সহ প্রমুখ।