জাহাঙ্গীর আলম চৌধুরী, চন্দনাইশ প্রতিনিধি:
শারজা রোলা (বিএম) গ্যারেজের উদ্যোগে খতমে গাউছিয়া শরীফ অনুষ্ঠিত হয়। গত ২৬ ফেব্রুয়ারী (শনিবার) নিজ প্রতিষ্ঠানে প্রতি মাসের ন্যায় পবিত্র মেরাজ শরীফ উপলক্ষে খতমে গাউছিয়া শরীফ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,গ্যারেজের স্বত্বাধিকারী মো.শাহজাহান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে,হাজী সেলিম সিআইপি,সুফি মো.নুরুল আমিন, মো.হাসেম, মো.আজিমুল গনি,মো. আলমগীর ছাফা, মাও.আবদুল করিম, মাও.আবদুস সামাদ, মো. ছাদেক হোসাইন, মো.লোকমান, মো.হাসান ভান্ডারী, মো.জসীম উদ্দীন,তারেকুল ইসলাম প্রমুখ। পরে জাতির কল্যাণ কামনা করে আখেরি মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।