জেপুলিয়ান দত্ত জেপু,চকরিয়াঃ
চকরিয়া সিটি কলেজের একাদশ শ্রেণিতে নবাগত শিক্ষার্থীদের নিয়ে ২০২২ সালের ওরিয়েন্টশন প্রোগ্রাম সম্পন্ন হয়। এক মনোরোম পরিবেশে চকরিয়া উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত চকরিয়া সিটি কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
বুধবার (২ মার্চ) আড়ম্বরভাবে চকরিয়ার সুশীল সমাজ, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চকরিয়া সিটি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও চকরিয়া- পেকুয়া আসনের মাননীয় সাংসদ জাফর আলম বি,এ(অনার্স) এম.এ। বিশেষ অতিথি ছিলেন, চকরিয়া সিটি কলেজের দাতা সদস্য ও গভর্নিং বডির সদস্য শাহেদা বেগম,কলেজের গভর্নিং বডির শিক্ষানুরাগী,জাহেদুল ইসলাম লিটু,চকরিয়া সিটি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সালাহ উদ্দিন খালেদ,অধ্যাপক জহির আহাম্মদ,অধ্যাপক মন্জুর আলম,অধ্যাপক সাবিনা ইয়াসমিন ছুটি,অধ্যাপক আবু ওমর আরমান, অধ্যাপক আবদুল কাদের,প্রভাষক শমসের,প্রভাষক অভি দাশ গুপ্ত,প্রভাষক আসবাতুল হক, প্রভাষক তসলিমা। অধ্যাপক আব্দুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠানের মধ্যমনি ও প্রধান অতিথি উপস্থিত শিক্ষার্থীদেরউদ্দেশ্যে বলেন,প্রথম যে দিন তুমি এসেছিলে ভবে,মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, এ বাণী ধারণ করে তোমাদের অগ্রসর হবে এ প্রত্যাশা আমার। তিনি বিজ্ঞানী আইনস্টাইনসহ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন শিক্ষামূলক নির্দেশনা তুলে ধরে শিক্ষার্থীদের জীবন গঠনমূলক বক্তব্য দেন। এছাড়াও তিনি কলেজের নবীন শিক্ষার্থীদের নিজ হাতে ফুল দিয়ে চকরিয়া সিটি কলেজে উচ্চমাধ্যমিক শিক্ষা অর্জন করার জন্য বরণ করে নেন। অধ্যক্ষ সালাহ উদ্দিন খালেদের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চকরিয়া সিটি কলেজের গভর্নিং বডির দাতা সদস্য শাহেদা বেগম, শিক্ষানুরাগী সদস্য জাহেদুল ইসলাম লিটু ও চকরিয়া সিটি কলেজের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানের সভাপতি ও অধ্যক্ষ সালাহ উদ্দিন খালেদে’র গুরুত্বপূর্ণ এক বক্তব্যে বলেন,হাজারো বাধা-বিপত্তির মধ্যেও কলেজটি এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আগামী সুদিনের অপেক্ষায়। তাই সরকারে সুদৃষ্টি হলে কলেজটি শীঘ্রই এমপিওভুক্ত হবে এবং কলেজের পাঠদান আরো বেগবান হবে। পরিশেষে এ অনুষ্ঠানের সভাপতি ওরিয়েন্টেশন প্রোগ্রামের ইতি টানেন।