জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি:
মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চন্দনাইশে জাতীয় ভোটাধিকার দিবস’২২ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২ মার্চ উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা কনফারেন্স হল রুমে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, বিশেষ অতিথি পৌর মেয়র মাহবুবুল আলম খোকা। উপজেলা নির্বাচন কর্মকর্তা মিনহাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ভাইস-চেয়ারম্যান সোলাইমান ফারুকী,চেয়ারম্যান যথাক্রমে,আবদুল আলীম,এস.এম সায়েম,আবদুর রহিম চৌধুরী, খোরশেদ আলম টিটু,আবদুল শুক্কুর প্রমূখ।