জাহাঙ্গীর আলম চৌধুরী, চন্দনাইশ প্রতিনিধিঃ
দক্ষিণাঞ্চলের খ্যাতিমান বুজুর্গানের মধ্যে অন্যতম মাও.আবদুল লতিফ শাহ চন্দনাইশী আল মাইজভান্ডারী (রাঃ)’র ৪০ তম বার্ষিক ওরশ ও ফাতিহা উপলক্ষে দিনব্যাপী কর্মসূচী পালন করা হয়।
গতকাল ১ মার্চ চন্দনাইশ দরবার শরীফে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার ভক্ত দরবারে উপস্থিত হয়ে জিকির, মিলাদ,ছেমা,কিয়াম, কুরআন তেলাওয়াতসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দিনব্যাপী অনুষ্ঠান মালায় দায়িত্ব পালন করেন শাহজাদা ছৈয়দ মুহাম্মদ মাকসুদুল আলম শাহ আল চন্দনাইশী। এসময় এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ দরবারে উপস্থিত ছিলেন। রাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করে আখেরী মুনাজাত পরিচালনা করেন দা ছৈয়দ মুহাম্মদ মাকসুদুল আলম শাহ আল চন্দনাইশী। পরে বক্তদের মাঝে তবরুক বিতরণ করা হয়।