জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি:
চন্দনাইশ সদরের ব্যবসায়ী মফিজুর রহমান ও তার ভাইকে মারধর করে ৩টি মোবাইল ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গত ২৮ ফেব্রুয়ারী রাত সাড়ে ১০ টায় চন্দনাইশ সদরের মক্কা মদিনা ষ্টোরের ব্যবসায়ী মফিজুর রহমান ও তার ছোট ভাই মোস্তাফিজুর রহমান ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে জিহস ফকির পাড়া নিজ বাড়িতে যাচ্ছিল। নয়া হাটের দক্ষিণ পাশে চৌধুরী পাড়া রাস্তার মাথা আমতল এলাকায় পৌছা মাত্র মুখোশ পড়া ৫/৬ জন ছিনতাইকারী তাদের পথ গতিরোধ করে এলোপাতারি মারধর শুরু করে। এসময় তাদের নিকট থাকা ৩টি মোবাইল সেট ছিনিয়ে নেয়। তাদের শৌর চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। তাদেরকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়। এ ব্যাপারে মফিজুর রহমান বাদী চন্দনাইশ থানায় গতকাল ১ মার্চ বিকালে অভিযোগ দায়ের করে। থানা অফিসার ইর্নচাজ আনোয়ার হোসেন অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহন করবেন বলে জানান।