চকরিয়া(কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়ন পরিষদের মাঠে ” বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এ প্রতিপাদ্য কে সামনে রেখে এলাকা থেকে সন্ত্রাসী, জঙ্গিবাদ, মাদক, জুয়া, বাল্য বিবাহ, ইভটিজিং ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সবায়কে এগিয়ে আসার আহবান জানান কক্সবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান । তিনি বলেন, অপকর্মের সাথে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে কাউকেও ছাড় দেয়া হবেনা।
চকরিয়া থানার আয়োজনে পূর্ব বড় ভেওলা ইউপি, বি.এম.চর ইউপি ও কোনাখালী ইউপি’র বিট পুলিশিং সমন্বয়ে এ মতবিনিময় সভা
বৃহস্পতিবার (৩ মার্চ) বিকাল ৩টায় বি.এম.চর ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্টিত হয় ।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জান। এত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ তফিকুল আলম, সহকারী পুলিশ সুপার, চকরিয়া সার্কেল,মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) আবদুল জাব্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চকরিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ জুয়েল ইসলাম, বিএমচর ইউপি চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম, পূর্ববড়ভেওলা ইউপি চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না,সাংবাদিক নেতৃবৃন্দ, ইউপি সদস্যগন, ইমাম, শিক্ষকসহ বিভিন্ন পেশার লোকজন।