চকরিয়া(কক্সবাজার) প্রতিনিধি ঃ
চকরিয়া পৌর এলাকার ঐতিহ্যবাহী শতবছরের সাক্ষী খোদারকুম পুকুরে বালু ভরাট করে জায়গা দখল বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৮মার্চ) রাত সাড়ে ৯টার দিকে খোদারকুমে মাটি ভরাটের খবর পেয়ে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাহাতুজ্জামান দিপু।
অভিযানের বিষয়টি টের পেয়ে অভিযানের আগেই এলাকা ছাড়ে দখলবাজরা।
অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড রাহাতুজ্জামান।
পুকুর ভরাটকারী হাসানের বাড়ী পার্শ্ববর্তী লোহাগড়া উপজেলায়। তার দাবী ২০০৬ সালে জায়গাটি তার স্ত্রীর নামে ক্রয় করেছেন। কেনার সময় জমিটি নালজমি ছিল, পরে পানির তোড়ে পুকুর হয়ে যায়। বাস্তবতা হল এই পুকুরটি প্রায় শতবছর বয়েসী। এই পুকুর কে বা কারা কেটেছে তার কোন রেকর্ড নাই। বর্ষাকালে পানি চলাচল করতে করতে গভীর গর্ত হয়ে এটি পুকুর আকৃতি রূপ নেয়। মানুষের গড়া নয়, খোদা (প্রকৃতি)র গড়া কুম (জলাশয়) বলে ঐ পুকুরের নামে পুরো এলাকার নাম হয়ে ‘খোদার কুম’।