জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উপলক্ষে চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ই মার্চ সকালে চন্দনাইশ উপজেলা প্রশাসনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। সকাল ১০ টায় প্রধানমন্ত্রীর ভাষণ এর পরপরই কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী,
বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী,পৌর মেয়র মাহবুবুল আলম খোকা,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু প্রমূখ।