জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি:
পূর্ব চন্দনাইশ চৌধুরী পাড়া পশ্চিম জামে মসজিদ সংলগ্ন করবস্থান বাসীর জেয়ারতের উদ্দেশ্যে আজ শুক্রবার ঈদে মিলাদুন্নবী (সা:) অনুষ্ঠিত হচ্ছে।
পূর্ব চন্দনাইশ চৌধুরী পাড়া পশ্চিম জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে তকরির করবেন, আল্লামা গাজী আবুল কালাম বয়ানী,হাফেজ মুহাম্মদ আবদুল কাদের,মাও.মুহাম্মদ আবদুর রহমান,মাও.আবদুল লতিফ,মাও.হাফেজ মুহাম্মদ সোয়াইব,মাও.হাফেজ মুহাম্মদ আলী হায়দার। উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন মসজিদ কমিটির সভাপতি শেখ টিপু চৌধুরী। উদ্বোধক থাকবেন পৌর কাউন্সিলর নুরুল ইসলাম চৌধুরী (বাচা)।