জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি:
আগামী ২৭ মার্চ চন্দনাইশ উপজেলা আ.লীগের প্রতিনিধি সম্মেলনকে সামনে রেখে ১৩ মার্চ বিকালে চন্দনাইশ সদরস্থ ফাতেমা জিন্নাহ বালিকা বিদ্যালয় মিলনায়াতনে উপজেলা আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি মফিজুর রহমান বলেছেন, বিগত ইউপি ও উপজেলা নির্বাচন নিয়ে অনেক কথা আছে। নৌকার প্রার্থীদের পরাজয়ের পিছনে দলীয় নেতাকর্মীদের সক্রিয় ভুমিকা না থাকায় পরাজয়ের গ্লানি বহন করতে হচ্ছে। আগামী ২৭ মার্চ নগরীর জিইসি কনভেনশন সেন্টারে প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন, ওয়ার্ড ও উপজেলা আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। রমজান মাসের মধ্যে ওয়ার্ড কমিটি গঠন করে পরের মাসে ইউনিয়ন কমিটির সম্মেলনের পর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। জুন মাসে জেলা কমিটি গঠন করা হবে। যারা সম্মেলন করতে পারবেনা তাদের কমিটি ভেঙ্গে দেয়া হবে।
উপজেলা আ.লীগের সভাপতি মো.জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, দক্ষিণ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ.লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান। সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু’র সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, মুক্তিযোদ্ধা ফেরদাউস ইসলাম খাঁন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আকতার চৌধুরী, আ.লীগ নেতা যথাক্রমে আবদুল মালেক রানা, মাহবুবুর রহমান চৌধুরী, এড. নজরুল ইসলাম সেন্টু, বাবর আলী ইনু, আরিফ উদ্দীন খোকন, হেলাল উদ্দীন চৌধুরী, সেলিম উদ্দীন, সমীরণ দাশ তপন, কর আইনজীবী জয়শান্ত বিকাশ বড়ুয়া, বেলাল হোসেন মিঠু, চেয়ারম্যান যথাক্রমে খোরশেদ বিন ইসহাক, আমিন আহমদ চৌধুরী রোকন, এস এম সায়েম, আবদুল আলীম, ইউনিয়ন আ.লীগ নেতা যথাক্রমে অধ্যাপক আবদুল আলীম, বশির উদ্দীন মুরাদ, ফরিদুল ইসলাম চৌধুরী, কবির আহমদ, ফরিদুল আলম চৌধুরী, মাহমুদুল হক বাবুল, আবদুর রহিম প্রমুখ।