বাংলাদেশে নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূত আব্দুল সালাম সাদ্দাম মোহাইমসেন বলেন, ইরাক বাংলাদেশের পরমবন্ধু। আর্থ সামাজিক উন্নয়নে বাংলাদেশ সরকারের সাথে ভ্রাতৃত্বপূর্ণ সুসম্পর্ক বজায় রেখে ইরাক সরকার সহযোগিতামূলক কাজ করে যাচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে প্রথম আরব দেশ হিসেবে ইরাক ৮ জুলাই বাংলাদেশকে স্বীকৃতি দেয়। শ্রদ্ধার সাথে স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি ১২ মার্চ শনিবার দুপুর ২টায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগ আয়োজিত সংবর্ধনা সভায় এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপনের সভাপতিত্বে ও প্রচার ও প্রকাশনা সম্পাদক আবছার উদ্দিন অলির সঞ্চালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবেদ আলী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জাফর উল্লাহ (এমজেএফ), মুফতি এইচএম. মাসুদ রিজভী, চট্টগ্রামস্থ রাশিয়ান কনসোল জেনারেল স্থপতি আশিক ইমরান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড মেম্বার ডা: শেখ শফিউল আজম, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ড. মুহাম্মদ মাসুম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংবর্ধনা পরিষদের আহ্বায়ক লায়ন সাইফুল ইসলাম ভূইঁয়া রাসেল, সদস্য সচিব লায়ন আলহাজ্ব আব্দুল মান্নান, সহ-সভাপতি আজিমুল ইসলাম চৌধুরী, মো: সেলিম, আজিজুর রহমান, নুরুল আবছার চৌধুরী, যুগ্ম সম্পাদক লায়ন আনোয়ারুল আজিম চৌধুরী, ইউসুফ খান, মহিলা বিষয়ক সম্পাদক নাজমা আক্তার, এড. প্রতাপ পাল, আজীবন সদস্য ইকবাল হোসেন, মোহাম্মদ হাবিব উল্লাহ, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল পটিয়া উপজেলার সভাপতি মোজাম্মেল হোসেন রাজধন, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির গবেষক এড. রফিকুল আহসান, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন উত্তর জেলার সভাপতি আরফান উল্লাহ চৌধুরী আপেল, লায়ন মোহাম্মদ আবু নাসের রনি, মুহাম্মদ সেলিম, অরূপ বড়–য়া, সালমা বেগম, পারুল আক্তার, শেখ শিরিনুর নিশি, আলহাজ্ব কবির মোহাম্মদ, মোর্শেদ আলম, শাহ্ আলম, মঞ্জুরুল আলম, এন.এন.জাকারিয়া, আশিক আরেফিন। পবিত্র কোরআন তেলোয়াত করেন মিজানুর রহমান বাপ্পী।