জাহাঙ্গীর আলম চৌধুরী, চন্দনাইশ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশে ২৫ মার্চ গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ মার্চ শুক্রবার উপজেলা কনফারেন্স হল রুমে এ সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী।
গণহত্যা দিবসে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা,সহকারী কমিশনার ভূমি গালিব চৌধুরী,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু,শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা,শাখাওয়াত হোসেন প্রমূখ।
২৫ মার্চ ছিল মানবসভ্যতার ইতিহাসে এটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। নিরীহ-নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে বর্বরোচিত গণহত্যা চালানোর এক ভয়াল স্মৃতির কালরাত । ১৯৭১ সালের এই রাতে পাক হানাদার বাহিনীর হাতে রচিত হয়েছিল বিশ্বের নৃশংসতম গণহত্যার এক কালো অধ্যায়।