অরুন নাথ,পটিয়াঃ পটিয়া উপজেলার জিরি ইউনিয়ন ৪নং ওয়ার্ডে দক্ষিন জিরি নব জাগরন সংঘ এর উদ্যোগে জোবায়ের ক্যাবল নেটওয়ার্ক সৌজন্যে দিবা-রাত্রি এক বর্ণাঢ্য অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের অায়োজন করা হয়।
উক্ত টুর্নামেন্টে বিভিন্ন এলাকার সংগটনের ফুটবল টিম দল যোগদান করে অাড্ডা অাড্ডা লড়াইয়ে সেমি ফাইনালে বাছাই শেষে দৌলতপুর রংধনু ফুটবল একাদশ এবং লুৎফর রহমান ফুটবল একাদশ দল ফাইনালে উক্তীর্ন হয়।
গত শুক্রবার ২৫শে মার্চ এ টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে সমাজসেবক ও ব্যবসায়ী জনাব সালেহ্ অাহমদ এর সভাপতিত্বে এক অালোচনা সভা অনুষ্টিত হয়।
এ ছাড়া সভাশেষে অতিথিরা ফিতা কেটে খেলার মাঠে যোগদান,জাতীয় সংগীত পাট,খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় সহ বল খেলে ফাইনাল খেলার শুভ উদ্ভোধন করেন অনুষ্টানের উদ্ভোধক।
এতে অনুষ্টানের প্রধান অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী,ক্রীড়া প্রেমী অালহাজ্ব মোহাম্মদ অালী।
অনুষ্টানের প্রধান অাকর্ষন হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া প্রেমী দানবীর জনাব অাবুল কালাম অাজাদ বাবুল।উদ্ভোধক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক অানোয়ার হোসেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিরি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব শফিকুল ইসলাম, সমাজসেবক অালহাজ্ব মোঃ অাব্দুল মোনাফ,সাবেক সেনাবাহিনী অফিসার জসিম উদ্দিন,সমাজসেবক বাবু সমীরন কান্তি নাথ,মেম্বার লুৎফর রহমান চৌধুরী লুতু,বিশিষ্ট ব্যবসায়ী অাবদুর রহমান সওদাগর,মোঃ নুরুল কাদের চৌধুরী সেলিম,মেম্বার নুরুল ইসলাম।অারো উপস্হিত ছিলেন চটগ্রাম দক্ষিন জেলা তরুন দলের সাংগটনিক সম্পাদক মোঃ জোবাইযের অাহমদ সবুজ,স্বেচ্ছসেবক দলের সাংগটনিক সম্পাদক মোঃ অানোয়ার হোসেন সহ সংগটনের সদস্য ও নেতৃবর্গ।
উল্লেখ্য এ ফাইনাল খেলায় জিরি ইউনিয়ন পরিষদের মেম্বার লুৎফর রহমান ফুটবল একাদশকে পরাজিত করে ১-০ গোলে দৌলতপুর রংঙধনু ফুটবল একাদশ দল বিজয়ী হয়ে টুর্ণামেন্টের কাপ ছিনিয়ে নেই।এবং সংগটনের টুর্নামেন্ট কর্তৃক ঘোষিত রানার্স অাপ দলকে দশ হাজার ও বিজয়ী দলকে টুর্নামেন্টের সেরা দল হিসেবে প্রাইচ মানি দিয়ে পুরস্কৃত করা হয়।