অরুন নাথ,পটিয়া ঃ অাজ শনিবার দুপুরে চটগ্রামের পটিয়া উপজেলার ৬নং কুসুমপুরা ইউনিয়ন ৭নং ওয়ার্ড অাওয়ামীলীগের সভাপতি অসুস্হ জনাব দিদারুল ইসলাম’কে দেখতে তার নিজ বাসভবনে ছুটে যান পটিয়া উপজেলা অা,মীলীগের সাংগটনিক সম্পাদক জনাব নুর-উর রশিদ চৌধুরী এজাজ।
তিনি দিদারুলের সাথে সৌজন্য শুভচ্ছা বিনিময় সহ দিদারুলের চিকিৎসা জনিত বিষয়ে শারীরিক খোজ-খবর নেন।এবং তার অাশু রোগ মুক্তি কামনায় সৃষ্টি কর্তার কাছে দোয়া-মোনাজাত করেন।
এ সমযে তার সাথে উপস্হিত ছিলেন ইউনিয়ন অাওযামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু মাধাই চন্দ্র নাথ, সাংগটনিক সম্পাদক এম বেলাল চৌধুরী, অা,লীগ নেতা এম এন অাবছার চৌধুরী,মোঃ সাহাদাত হোসাইন,ছাত্রলীগ নেতা সাইদুল হক,রোমেন্স মির্জা প্রমুখ।