অরুন নাথ,পটিয়া ঃ অাজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে হরিনখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কুসুমপুরা ইউনিয়ন অা,মীলীগ,
যুবলীগ,ছাত্রলীগের উদ্যোগে বীর শহীদ স্মরনে স্মৃতি সৌধে বিনম্ব্র শ্রদ্ধান্জলী প্রদান করা হয়।
এ সময়ে উপস্হিত ছিলেন পটিয়া উপজেলা অা,মীলীগের সাংগটনিক সম্পাদক নুর-উর রশিদ চৌধুরী এজাজ,ইউনিয়ন অা,লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু মাধাই চন্দ্র নাথ,যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শফর অালী চৌধুরী,সাংগটনিক সম্পাদক এম বেলাল চৌধুরী,ইউনিয়ন অা,মীলীগ নেতা এম এন অাবছার চৌধুরী,ওয়ার্ড অা,লীগ সভাপতি হারুন সওদাগর,অাবু তাহের মেম্বার,হাজী অালম মেম্বার,সাধারন সম্পাদক অাবু জাফর চৌধুরী বাবুল সাইদুল ইসলাম,সাহাদাৎ হোসাইন,ডাঃ
রফিকুল ইসলাম,ছাত্রলীগ নেতা রেজাউল করিম মুন্না,রোমেল মির্জা,হৃদয়,অাসিফ,মিনহাজ,
মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সহ- সভাপতি অাহামদ নুর প্রমুখ।