ইন্দুরকানী(পিরোজপুর)কামরুল ইসলাম প্রতিনিধিঃ
ইন্দুরকানীতে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সূর্যউদয়ের সাথে সাথে একত্রিশ বার তপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সকাল ৮ টায় জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করেন উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান এ্যড. এম মতিউর রহমান,উপজেলা প্রসাশনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম, এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। পারে আওয়ামীলীগ, জাতীয়পার্টি জেপি, যুবলীগ,ছাত্রলীগ, প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা নিবেদন করেন। জাতীয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ প্রদর্শনী ও জাতীর শ্রেষ্ট্রে সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
মহান স্বাধিনতা ও জাতিয় দিবস উপলক্ষে উপজেলার সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান স্কুল কলেজ, মাদ্রাসায় ও ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমল মতি শিক্ষার্থীরা মনোমুঘদ্ধ কসরত প্রদর্শিনী করে স্বাধীনতার ইতিহাস ঐতিহ্য ফুটিয়ে তোলেন