মোহাম্মদ আলমগীর, রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ
আজ রাঙ্গুনিয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৩৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। বিআরডিবি কর্মকর্তা মাসুদ রানার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান, সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্না, জনস্বাস্থ্য প্রকৌশলী ইয়াকুব ফারহান, সমবায় সমিতির পরিচালক হালিম আব্দুল্লাহ,মোঃ নেজাম উদ্দিন চাষি প্রমুখ।দ্বিতীয় অধিবেশনে বার্ষিক আয়-ব্যয় উপস্থাপন করা হয় এবং সকলের মতামতের ভিত্তিতে বিভিন্ন প্রস্তাবনা গ্রহণ করা হয়।