সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে ‘সড়কে শৃংখলা ফেরাতে চাই সম্মিলিত উদ্যোগ’ বিষয়ক একটি প্রস্তাবনা স্মারক চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর, (পিপিএম) কে আজ ৩০ মার্চ বুধবার বেলা ১২টায় সিএমপি কার্যালয়ে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপন, সাধারণ সম্পাদক জাফর ইকবাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবছার উদ্দিন অলি।
সম্প্রতি চট্টগ্রামসহ সারা দেশে সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। পুলিশ প্রশাসনের আন্তরিক প্রচেষ্টা ও বিভিন্ন কর্মসূচি থাকা স্বত্তেও সম্মিলিত উদ্যোগের অভাবে সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে না। এক্ষেত্রে পরিবহন মালিক, গাড়ি চালক, যাত্রী কল্যাণ সমিতি, হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ এবং জনসাধারণকে নিজ নিজ দায়িত্ববোধ থেকে সড়কের দুর্ঘটনা কমাতে সহায়ক ভূমিকা পালন করতে হবে।
প্রস্তাবনার মধ্যে রয়েছে : ১) সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশের সকল ইউনিট থেকে লোকবল নিয়ে বিশেষায়িত টিম গঠন করা, ২) মেগা প্রকল্পের কাজ চলা স্থানগুলোতে ট্রাফিক সার্জেন্ট বাড়ানো, ৩) গাড়ীতে এল.ই.ডি হেড লাইট বন্ধ করতে হবে, ৪) যত্রতত্র পার্কিং বন্ধ রাখা, ৫) সিএমপি কর্তৃক নির্দিষ্ট স্থানে যাত্রী উঠানামা করা, ৬) ফুটপাত দখল মুক্ত করা, ৭) প্রতিযোগিতা দিয়ে গাড়ী চালানো বন্ধ করা, ৮) রাস্তাঘাটের গর্তগুলো ভরাট করা, ৯) মোটরসাইকেল নিয়ন্ত্রন করা, ১০) ট্যাংক, লরি, কার্ভাড ভ্যান, ইট-বালি-রড-সিমেন্ট ট্রাক রাত ১২টার পর চলাচল করতে দেওয়া, ১১) সড়ক দুর্ঘটনায় মৃত্যুর জন্য দায়ী চালককে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে, ১২) মহাসড়কে দূরপাল্লার চালকদের বিশ্রামাগারের ব্যবস্থা করা, ১৩) গণপরিবহনের চালক ও হেলপারদেরকে সচেতন করার লক্ষ্যে বছরে অন্তত দুইবার ট্রাফিক কাউন্সিলিং’র আয়োজন করা।
উল্লেখ্য সড়ক দুর্ঘটনা রোধে ‘সড়কে শৃংখলা ফেরাতে চাই সম্মিলিত উদ্যোগ’ বিষয়ক সেমিনার গত ১২ মার্চ চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়। সেমিনারে পুলিশ প্রশাসন, বিআরটিএ’র কর্মকর্তা, নগর পরিকল্পনাবিদ, চিকিৎসক, পরিবহন মালিক সমিতি, যাত্রী কল্যাণ সমিতি, সাংবাদিক, পেশাজীবি নেতৃবৃন্দ মতামত ব্যক্ত করেন।
সার্ক নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন সড়কে শৃঙ্খলা ফিরাতে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সুপারিশ বাস্তবায়নে পুলিশ প্রশাসন যথাযথ ভূমিকা পালন করবে।