অরুন নাথ,পটিয়া ঃ চটগ্রামের প্রাচীনতম পটিয়া অাইনজীবী সমিতির-২০২২-২০২৩ মেয়াদকাল ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গটন কল্পে অাজ ৩০শে মার্চ সমিতির অাইজীবী ভবন কার্যালয়ে সমিতির নির্বাচনী প্রতিদ্ধন্ধী পদপ্রার্থী সভাপতি পদে এড.দীপক শীল,এড.এ কে এম শাহাজাহান উদ্দিন,এড.অাশীষ চৌধুরী,সহ-সভাপতি পদে মোঃ ইরা মিয়া,মোঃ খুরশীদ অালম,
সাধারন সম্পাদক পদে এড.
অরুন কুমার মিত্র,এড.মাহবুবা অাজমিরি মিষ্টি,সহ-সাধারন সম্পাদক পদে এড. মুহাম্মদ
সামশুল অালম,এড.মোঃ জসীম উদ্দিন এই চার পদের নির্বাচনী ভোট যুদ্ধে সমিতির সদস্যদের ভোটা ভুটিভূটিতে নির্বাচিত করার লক্ষে সকাল ১০টায় শুরু হয়ে বিকাল ৫ টায় ভোট গ্রহন সম্পন্ন হয়।
ভোট শেষে নির্বাচন কমিশনের গননা ও ঘোষনাার অালোকে ভোটের ফলাফলে দীপক শীল ৪৬,অাশীষ চৌধুরী ৩৭, অপর দুই প্রার্থীকে ভোটে হাড়িয়ে মোঃ এ কে এম শাহাজাহান উদ্দিন ৫১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়।যথাক্রমে ইরা মিয়া ৪২ ভোট, মোহাম্মদ খুরশীদ অালম ৭৭ ভোট পেয়ে সহ- সভাপতি বিজয়ী হয়,অরুন কুমার মিত্র ৫৮,মাহবুবা অাজমিরি মিষ্টি ৭৭ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত।মুহাম্মদ সামশুল অালম ৫৯,মোঃ জসীম উদ্দিন ৭৫ ভোট পেয়ে সহ-সাধারন সম্পাক হিসেবে মোঃ জসীম উদ্দীন’কে বিজয় হয় এমন নির্বাচন কমিশন ঘোষনা পত্রের ঘোষনায় জানা যায়।
উল্লেখ্য অাইনজীবী সমিতির নির্বাচনে ৪টি পদের ভোটাভুটিতে নির্বাচন হয়।অন্য ৭টি পদ বিনা প্রতিদ্ধন্ধীতায় নির্বাচিত হয়।
উক্ত নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন এডভোকেট জিতেন্দ্র লাল দও,সহকারী নির্বাচন কমিশনার ছিলেন এডভোকেট মিন্টু অাচার্য্য,এডভোকেট মনিরুজ জাহান মুন্নি প্রমুখ।